Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

Bangladesh Govt. | Brands of the World™ | Download vector logos and  logotypes

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপ কর কমিশনারের কার্যালয়

সার্কেল-০৭, জামালপুর, কর অঞ্চল-ময়মনসিংহ

কবির ম্যানশন, পুরাতন পৌরসভা গেইট, জামালপুর।

 

 

 

সিটিজেন চার্টার


১. সেবা প্রদান প্রতিশ্রুতি:

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও

ই-মেইল)

 

 

 

 

১।

 

 

 

 

ই-টিআইএন নিবন্ধন ও সনদ প্রদান

 

 

 

 

করদাতার আবেদনের প্রেক্ষিতে

ব্যক্তি শ্রেণীর করদাতার জন্যঃ

১. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

২. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি

৩. ট্রেড লাইসেন্স বা বেতন বিবরণী

 

অংশীদারী ফার্ম করদাতার জন্যঃ

১. ফার্মের নিবন্ধন/ট্রেড লাইসেন্স সনদ

২. অংশীদারদের ই-টিআইএন নম্বর

 

 

 

বিনামূল্যে

 

 

 

২ কর্মদিবসের মধ্যে

 

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

সার্কেল-০৭, জামালপুর

কর অঞ্চল-ময়মনসিংহ ।

ফোন: ০২৯৯৭৭৭২১৪৪

dctcircle07@gmail.com

 

 

২।

 

 

আয়কর রিটার্ন গ্রহণ সংক্রান্ত প্রাপ্তি স্বীকারপত্র প্রদান

 

 

রিটার্ন দাখিলের প্রেক্ষিতে

১. ব্যাংক হিসাব বিবরণী

২. হিসাব বিবরণী

৩. বেতন বিবরণী

৪. উৎসে কর কর্তনের সনদ

৫. কর পরিশোধের চালান

৬. বিনিয়োগের প্রমাণাদি

৭. ঋণ গ্রহণের প্রমাণাদি

৮. হ্রাসকৃত/করমুক্ত আয়ের ক্ষেত্রে যথাযথ প্রমাণাদি

৯. অন্যান্য প্রাসংগিক প্রয়োজনীয় কাগজপত্র

 

 

 

বিনামূল্যে

 

 

 

তাৎক্ষণিকভাবে

 

 

 

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

 

৩।

অনলাইন রিটার্ন দাখিলের জন্য User ID ও Password প্রদান

নির্ধারিত ফরমে করদাতার আবেদনের প্রেক্ষিতে

১। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

২। নির্ধারিত আবেদন ফরম

বিনামূল্যে

১ কর্মদিবসের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

৪।

না দাবীর পত্র প্রদান

আবেদন, কম মামলা নিষ্পত্তি ও কর পরিশোধ যাচাইয়ান্তে

আবেদনপত্র

বিনামূল্যে

৩ কর্মদিবসের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

৫।

কর নির্ধারণ নিষ্পত্তি সংক্রান্ত সনদ

কর নির্ধারণ সম্পন্ন হওয়া সাপেক্ষে

আবেদনপত্র

বিনামূল্যে

৩ কর্মদিবসের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

৬।

কর নির্ধারণী আদেশ, আয়কর বিবরণী বা সম্পদ বিবরণী এর সার্টিফাইড কপি প্রদান

করদাতার আবেদনের প্রেক্ষিতে

আবেদনপত্র, প্রয়োজনীয় কোর্ট ফি ও কপিং ফি পরিশোধ অন্তে

কোর্ট ফি ও কপিং ফি

 ৩ কর্মদিবসের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

৭।

কর নির্ধারণী আদেশ প্রণয়ন

শুনানী/শুনানী ব্যতীত

আয়কর অফিস কর্তৃক চাহিত তথ্য

বিনামূল্যে

সর্বশেষ শুনানীর তারিখ হতে ৩০ দিনের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

৮।

কর নির্ধারণী আদেশ, কর পরিগণনা ফরম, দাবীনামা সরবরাহ

কর মামলা নিষ্পত্তির প্রেক্ষিতে

------------------------

বিনামূল্যে

কর নির্ধারনী আদেশ স্বাক্ষরের পরবর্তী ৩০ দিনের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

 

৯।

কর নির্ধারণী আদেশের ভুল সংশোধন

করদাতার আবেদনের প্রেক্ষিতে

আবেদনপত্র ও কর নির্ধারণী আদেশের কপি

বিনামূল্যে

আবেদনের ৩০ দিনের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

১০।

ফেরতযোগ্য কর সমন্বয়

করদাতার দাবীর প্রেক্ষিতে

পরিশোধিত কর জমাদানের প্রমাণাদি

বিনামূল্যে

যত দ্রুত সম্ভব

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

১১।

আপীল, ট্রাইব্যুনাল ও হাইকোর্ট হতে প্রাপ্ত নির্দেশনা বাস্তবায়ন

প্রাপ্ত রায়ের প্রেক্ষিতে

রায়ের কপি

বিনামূল্যে

আদেশ প্রাপ্তির ৩০দিনের মধ্যে তবে ‍Set aside মামলার ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেল 

উপ কর কমিশনার

১২।

কর নির্ধারণী আদেশের রিভিউ সেবা

করদাতার আবেদনের প্রেক্ষিতে

১। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন (কর নির্ধারণী আদেশ স্বাক্ষর/আপীল/ট্রাইব্যুনাল রায় প্রাপ্তির ৬০ দিনের মধ্যে)।

২। ২০০/- টাকা রিভিউ ফি পরিশোধের কপি।

৩। ৭৪ ধারায় কর পরিশোধের কপি (রিটার্ণের সাথে পরিশোধিত কর) ও

৪। অন্যান্য প্রাসঙ্গিক

প্রয়োজনীয় কাগজপত্র

 

২০০/-

৬০ দিনের মধ্যে

কর কমিশনার

ফোনঃ ০৯১-৬৬১২৪ (পি.এ)

ই-মেইলঃ

১৩।

কর তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা

সরাসরি/ফোন, ইমেইল এর মাধ্যমে করদাতার জিজ্ঞাসা বা চাহিদার প্রেক্ষিতে

বিভিন্ন সেবার বিপরীতে প্রাসঙ্গিক কাগজপত্র

 

বিনামূল্যে

 

তাৎক্ষণিকভাবে

ম্যানেজার

কর তথ্য ও সেবা কেন্দ্র

ফোনঃ

 

১৪।

আয়কর জরিপের মাধ্যমে সেবা

স্পট হতে করদাতাদের  প্রাপ্ত তথ্যের ভিত্তিতে

১। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

২। ২ কপি পাসপোর্ট  সাইজের ছবি

৩। ট্রেড লাইসেন্স বা বেতন বিবরণী

 

বিনামূল্যে

 

জরিপকালীন

 

জরিপ টিম

1৫।

আয়কর  মেলার মাধ্যমে সেবা প্রদান

মেলায় করদাতাদের অংশগ্রহণের মাধ্যমে

বিভিন্ন সেবার বিপরীতে প্রাসঙ্গিক কাগজপত্র

বিনামূল্যে

আয়কর মেলা চলাকালীন

সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তা

১৬।

কোন বিষয়ে অভিযোগ নিষ্পত্তি

আবেদনের প্রেক্ষিতে

আবেদনপত্র ও প্রমাণাদি

বিনামূল্যে

১৫ কর্মদিবসের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেল উপ কর কমিশনার

 

১৭।

তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রদান সেবা

আবেদনের প্রেক্ষিতে

সুনির্দিষ্ট ফরমে আবেদন

বিনামূল্যে

১৫ কর্মদিবসের মধ্যে

সংশ্লিষ্ট সার্কেলের তথ্য প্রদানকারী কর্মকর্তা

 

 

২. অভিযোগ ব্যবষ্থাপনা পদ্ধতি (GRS)

     সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিন্মোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

ক্রমিক

নং

কখন যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির সময়সীমা

১।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

GRS ফোকাল পয়েন্ট কর্মকর্তা

পরিদর্শী /যুগ্ম/অতিরিক্ত কর কমিশনার

কর অঞ্চল-ময়মনসিংহ।

 

১৫ কর্মদিবসের মধ্যে

২।

GRS ফোকাল পয়েন্ট কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

কর কমিশনার

কর অঞ্চল-ময়মনসিংহ

ফোন: ০৯১-৬৬১২৪

 

৩০ কর্মদিবসের মধ্যে