অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, অধীন জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ পুনঃ গঠনের ফলে বৃহত্তর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ ( ভৈরব ও কুলিয়ারচর ব্যতীত) জেলার করদাতাগণের অধিক্ষেত্র নিয়ে অত্র কর অঞ্চল-ময়মনসিংহ ১৫ই নভেম্বর, ২০১১ খ্রিঃ গঠিত হয়। এই কর অঞ্চলের ১টি কমিশনার অফিস, ৪টি পরিদর্শী রেঞ্জ অফিস ও ২২টি সার্কেল অফিস নিয়ে রাজস্ব আদায়ের কাজটি পরিচালনা করে থাকে। অত্র কর অঞ্চলের দপ্তর প্রধান মাননীয় কর কমিশনার, আরো আছেন ১ জন অতিরিক্ত কর কমিশনার, ৩জন যুগ্ম কর কমিশনার, উপ কর কমিশনার ৮জন, সহকারী কর কমিশনার ১৩জন এবং ১জন সহকারী প্রোগ্রামার সহ মোট ২৭ জন্ ১ম শ্রেণীর ৩৫ জন ২য় শ্রেণীর কর্মকর্তা সহ মোট অনুমোদিত জনবল ২৫৯ জন। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে বর্ধিত লক্ষ্যমাত্রার রাজস্ব আদায় করে তথা জনসাধারণের রাষ্ট্রীয় সেবা ও জীবনযাত্রারমান উন্নয়নে সর্বদাই সচেষ্ট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS